Table of Contents
আল্লাহর প্রিয় হাবিব
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
---------------------------------------
আল্লাহর প্রিয় হাবীব আপনি
কাঁটা বিহীন একটি গোলাপ
আপনাকে কেউ কষ্ট দিলে
স্বয়ং আল্লাহ দেয় জাওয়া।
আল্লাহর প্রিয় হাবীব আপনি
কাঁটা বিহীন একটি গোলাপ
আপনাকে কেউ কষ্ট দিলে
স্বয়ং আল্লাহ দেয় জাওয়া।
দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা
তাদেরি লাঞ্চনার কথা কি করব আমি বর্ণনা
বর্ণনা তো দিচ্ছে আল্লাহ নাযিল করে সূরা “লাহাব” \ ঐ
মরু ভ‚মি যদি আপনি নূরানী নজরে চান
সেই মরুভুমিকে আল্লাহ করে দেয় ফুলের বাগানে
সেই পায় আপনার কষ্টের নজর
সে পায় আল্লাহর গজবের তাপ \ ঐ
আমরা দেখি কা’বা শরীফ কা’বা দেখে আল্লাহকে
রহমতের নজেরে আল্লাহ সদাই দেখে আপনাকে
আর আপনি দেখেন সদাই
গুনাহগার উম্মতের গুনাহ মাপ \ ঐ