প্রশ্ন : নবীগণ ও ওলীগণের ওসীলাহ্ অবলম্বন করার হুকুম কি?

Join Telegram for More Books
Table of Contents

উত্তর: তাঁদের ওয়াসীলাহ্ এবং দুনিয়া ও আখিরাতের সমস্যা সমাধানে তাদের সাহায্য ও সহযোগিতা কামনা করা শরীয়তসম্মত। এর উপরে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আর তাঁরা হলেন মুসলমানদের বৃহত্তর ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তাই তাঁদের ইজমা’ (ঐকমত্য) শরীয়তের দলীল ভুল-ভ্রান্তি থেকে তাঁদের সুরক্ষিত হবার কারণে।

 ইমাম আহমদ এবং ত্বাবরানী প্রিয়নবী সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন,

عَنْ أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَأَلْتُ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ لَا يَجْمَعَ أُمَّتِي عَلَى ضَلَالَةٍ فَأَعْطَانِيهَا،

আমি আমার রবের নিকট এ প্রার্থনা জানালাম যে, আমার উম্মত যেন গোমরাহীতে ঐক্যমত না হয়, তখন আমাকে আমার প্রার্থীত বস্তু দিয়ে দিলেন।

مَا رَآهُ الْمُسْلِمُونَ حَسَنًا فَهُوَ عِنْدَ اللَّهِ حَسَنٌ



WhatsApp Channel Join Now
Telegram Group Join Now